আপডেট প্রতিদিন, কোচবিহার, বেবি চক্রবর্ত্তীঃ-বিএসএফের ৯৮ নং ব্যাটালিয়ন এবং ১৫১ নং ব্যাটালিয়নের উদ্যোগে শুক্রবার কার্গিল বিজয় দিবস(Kargil Vijay Diwas) পালিত হল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে।এই উপলক্ষে এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে সীমান্ত এলাকার ক্ষুদেরাও অংশ নেয়।অংশ নিয়েছিল ভোটবাড়ির যোগাদল।তারাও যোগ ব্যায়াম প্রদর্শন করেন।এদিন শহীদদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়েছে বিএসএফের তরফে।শহিদ পরিবারগুলির প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
অনুষ্ঠানের গুরুত্ব ও উদ্দ্যেশ্য নিয়ে বিএসএফের ১৫১ নং ব্যাটালিয়নের সিও অনিল কুমার,৯৮ ব্যাটালিয়নের সিও দীপক কুমাওত,চ্যাংরাবান্ধা বিওপি এর কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর প্রমুখ আলোচনা করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেখলিগঞ্জ ব্লকের বিডিও অরিন্দম মন্ডল,শুল্ক দপ্তরের চ্যাংরাবান্ধা শাখার তিন সুপারিনটেন্ডন্ট বিবেক কুমার,অজয় কুমার মন্ডল,আশুতোষ বিশ্বাস,ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিত বিশ্বাস,চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান,চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।এনিয়ে কি জানিয়েছেন,১৫১ নং ব্যাটালিয়নের সিও অনিল কুমার।