আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে চারধাম যাত্রা। দুর্যোগের ফলে গৌরী কুন্ডের কাছে ধস নামে। ধসের ফলে মাটি চাপা পড়ে কমপক্ষে তিনজনের মৃত্যু এবং আট জন আহত হয়েছেন বলে জানা গেছে। বেশ কয়েকদিন ধরে উত্তরাখণ্ড চলছে প্রবল বর্ষণ। তার জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। এইজন্য উত্তরাখণ্ড সরকার যাত্রীদের আগে থেকেই সতর্ক করেছেন। প্রবল বর্ষণের ফলে রবিবার ভোরে গৌরীকুন্ড থেকে কেদারনাথ(Kedarnath) যাবার পথে চিরবাসা এলাকায় ধস নামে।
এই ধসে মাটি চাঁপা পড়ে দুজন মহারাষ্ট্রের বাসিন্দা এবং একজন রুদ্রপ্রয়াগের বাসিন্দা বলে জানা গেছে। যে তিনজন মারা গেছেন তাঁরা হলেন মহারাষ্ট্রে নাগপুরের বাসিন্দা কিশোর অরণ পারাটে (৩১), সুনীল মহাদেব কালে (২৪) যিনি মহারাষ্ট্রের জালনার বাসিন্দা। আর অপরজন রুদ্রপ্রয়াগের তিলওয়ারার বাসিন্দা অনুরাগ বিস্ত। এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গত কয়েক বছরে কেদারনাথে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। সেই জন্য এই বছর উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে আরো বিশেষ সতর্কতার সঙ্গে যাত্রা করানো হচ্ছে।