আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- কেরালার(Kerala) ওয়েনাড় জেলায় বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির ফলে ব্যাপক ভূমিধস হয়েছে। জলের স্রোত উপর থেকে বয়ে চলেছে। বহু মানুষ এই প্রাকৃতিক বিপর্যয় জখম হয়েছেন। প্রাণহানিকর এই ভূমিধসের পর পাঁচ দিন কেটে গেছে। এনডিআরএফ, সেনাবাহিনী এবং অন্যান্যরা রবিবার সকালেও উদ্ধার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই এই ভূমিধসের ফলে মৃত্যুর সংখ্যা ৩০০ পেরিয়ে গেছে। এছাড়াও অনেক দেহাংশ উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে জল কাদামাটির মধ্যে এখনো বহু মানুষ আটকে থাকতে পারেন। নতুন করে এখন আর কোন জীবিত মানুষকে উদ্ধার করা যায়নি। ওয়াকিবহাল মোহলের ধারণা এই ধ্বংসলীলার পর এতদিন ধরে কেউ জীবিত থাকা কার্যত অসম্ভব। উদ্ধারকাজে কোনরকম খামতি রাখা হচ্ছে না। কেউ আটকে থাকলে তাকেও উদ্ধার করা হবে।
শনিবার জল কাদামাটি ভেঙে সেনাবাহিনীর জওয়ানরা সেতু তৈরির পর দুর্ভেদ্য এলাকায় ঢুকতে শুরু করেছেন। এই দুর্ভেদ্য এলাকা থেকে আর কত মৃতদেহ পাওয়া যাবে তাই নিয়েও দ্বন্দ্বে রয়েছেন উদ্ধারকারীরা। এখনো প্রায় কয়েকশো মানুষ নিখোঁজ হয়ে রয়েছেন। এক কথায় বলা যেতেই পারে জীবিত মানুষ উদ্ধার করার সম্ভাবনা ক্রমশ ক্ষিন হয়ে আসছে। আত্তামালা এবং অরণমালা (প্রথম), মুন্ডক্কাই (দ্বিতীয়), পুঞ্চিরিমত্তম (তৃতীয়), ভেল্লারিমালা গ্রাম (চতুর্থ), জিভিএইচএসএস ভেল্লারিমালা (পঞ্চম) এবং নদী তীর (ষষ্ঠ)। এই ছয় টিজন ভাগ করে উদ্ধার কাজ চলছে। বিভিন্ন জায়গা থেকেই মৃতদেহ উদ্ধার হয়েছে বহু জায়গা থেকেই এখন দেহাংশ উদ্ধার হচ্ছে। উদ্ধার কাজের জন্য আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করছে সেনাবাহিনী। তান্ডব নৃত্য চালানোর পর নদী এখন শান্ত হলেও এলাকা জুড়ে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে।