Lal Krishna Advani

আপডেট প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ অসুস্থ বিজেপির প্রবীণ নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী (Lal Krishna Advani) ৷ বুধবার রাতেই দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত সমস্যা নিয়েই ভুগছেন ৯৬ বছর বয়সী আডবাণী ৷ যদিও ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনও জানা যায়নি।

হাসপাতালের পক্ষ থেকে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানানো না হলেও, বর্তমানে প্রবীণ বিজেপি নেতা গেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

By ADMIN