আপডেট প্রতিদিন ওয়েব ডেস্কঃ রাঙাপানিতে ভয়াবহ দুর্ঘটনা।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা উত্তরবঙ্গ মেডিক্যালে চলে যান মুখ্যমন্ত্রী।এরপর আহতদের সঙ্গে দেখা করেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই গোটা বিষয়টি মনিটারিং করছিলাম।এখানকার ডাক্তার, জুনিয়ার ডাক্তার, নার্স থেকে শুরু করে সকলে ভালো কাজ করেছেন।স্থানীয়দের নিয়ে পুলিশ প্রশাসন উদ্ধার কাজ করেছেন।বর্তমানে যারা ভর্তি রয়েছেন তারা মোটামুটি সুস্থ রয়েছেন।সকলের চিকিৎসা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করছি।