আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে পুরুষদের হকি প্রতিযোগিতায় ভারত স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছে। ভারতীয় দলের মনোবিদ মাইক হর্ন(Mike Horn) মনে করেন এই দলটির, লস এঞ্জেলিস অলিম্পিকে স্বর্ণপদক জয় করার ক্ষমতা আছে।
২০২৪ সালের অলিম্পিক শুরু হবার তিন দিন আগে ভারতীয় পুরুষ হকি দল সুইজারল্যান্ডে মাইক হর্নের তত্ত্বাবধানে মানসিক প্রস্তুতির শিবিরে যোগদান করে। এই শিবির ভারতীয় দলের মানসিক দৃঢ়তা যেমন একদিকে বাড়িয়েছিল অন্যদিকে দলটাকে এক সূত্রে গেঁথে দিয়েছিল।
এক সাক্ষাৎকারে মাইক বলেন, “ভারতীয় দল অসম্ভব ভালো খেলেছে। তারা অসাধারণ পারদর্শিতা, কৌশল এবং মানসিক দৃঢ়তা দেখিয়েছে। তারা স্বর্ণপদক জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল। মনে রাখবেন অলিম্পিকের আসরে একটি পদক জেতাই বিরাট কৃতিত্বের এবং সেটাকে সম্মান জানানো উচিত।”
মাইক হর্ণের তত্ত্বাবধানে ২০১১ সালে ধোনির নেতৃত্বাধীন ক্রিকেট দল বিশ্বকাপ জয় করে, ২০১৪ সালে কেকেআর আইপিএল জয় করে। উনার তত্ত্বাবধানে ২০১৪ সালে জার্মানিও আন্তর্জাতিক ফুটবল মঞ্চে সাফল্য লাভ করে।
মাইক হর্ন বলেন, “প্যারিসে আমি ভারতীয় দলকে খুব কাছ থেকে লক্ষ্য করেছি এবং দেখেছি তারা কিভাবে যেকোনো রকম চাপ সহজেই সামলাতে পারছিল। তাদের গর্বিত হবার অনেক কিছুই ছিল এবং আমার আনন্দ হচ্ছে যে আমি এই সাফল্যের একটি ছোট্ট অংশীদার।”
মাইকের শিবিরে দারুণ অভিজ্ঞতা হয়েছে ভারতীয় দলের খেলোয়ারদের। তাঁরা যেরকম আল্পসের সর্বোচ্চ চূড়োয় উঠে গ্লেসিয়ারের উপর হেটেছেন তেমনি ঘাসের উপরে শুয়ে থাকতে হয়েছে। এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড় অমিত রোহিদাস। মাইক হর্ন ভুয়োসী প্রশংসা করেছেন হরমনপ্রীত সিংয়ের। মাইক মনে করেন হরমোনপ্রীত ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় যিনি দলকে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারেন। এছাড়াও তিনি গোলরক্ষক পি আর শ্রীজেশকে খেলোয়ার হিসেবে এক উচ্চাসনে বসিয়েছেন। তিনি খুবই ব্যথিত এই ভেবে শ্রীজেশকে আর ভারতীয় গোলরক্ষক হিসেবে দেখা যাবে না। মাইক বলেছেন, “মানসিক দৃঢ়তা বাড়ানোর শিবিরে শ্রীজেশ নিজেকে ভারতীয় দলের একটি স্তম্ভ হিসেবে প্রতিপন্ন করেছিলেন। উনার অবসর গ্রহণ মেনে নেওয়া খুবই দুঃখের।” ৫৮ বছর বয়সী মাইক হর্ন আশা করছেন এই ভারতীয় পুরুষ হকি দল পরের অলিম্পিকে স্বর্ণপদক জয় করবে।