আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- প্যারিস অলিম্পিক(Paris Olimpic) ২০২৪ এ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাক। অল্পের জন্য তিনি রুপো জিততে পারেনি। আজকের আগে অবধি শ্যুটিংয়ে ভারত একটি সোনা, দুটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছিল। মনু ভাক অলিম্পিক্সে হতাশ হলেও এইবার দেশের প্রথম পদকটি তিনিই এনে দিলেন। দুবার তিনি দুই নম্বর পজিশনে চলে আসলেও দুই কোরিয়ান শ্যুটারের সঙ্গে তুল্য মূল্য লড়াই চালিয়ে প্রথম পদকটি তিনি এনে দিলেন।
মনুর শেষ শটটি ছিল ১০.৩, ইয়েজির ১০.৫। তাতেই ১ ব্যবধানে পিছিয়ে পড়ে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্টও থাকতে হলো তাঁকে। ইয়েজির ২২১.৮ স্কোর ছিল আর মনুর ছিল ২২১.৭। স্টেজ ওয়ানের শেষে মনুর স্কোর ছিল ১০০.৩, জিনের ছিল ১০১.৭, ইয়েজির ১০১.৫। স্টেজ ওয়ানের পর বিভিন্ন ধাপে মনুর স্কোর বাড়তে বাড়তে দাঁড়ায় যথাক্রমে ১২১.২, ১৪০.৮, ১৬০.৯, ১৮১.২, ২০১.৩ ও ২২১.৭। জিন অলিম্পিক্স রেকর্ড ২৪৩.২ স্কোর করে সোনা জেতেন। ইয়েজির স্কোর ২৪১.৩।
মনু জানান ” অলিম্পিক শ্যুটিংয়ের দেশে দীর্ঘ খরা মেটাতে পেরে ভালো লাগছে। শেষ শর্ট অবদি নিজের সেরা এনার্জি দিয়েছি। অলিম্পিক্সে নামার আগে গীতা পড়েছিলাম। মাথায় রেখেছিলাম যতটুকু নিয়ন্ত্রণে রয়েছে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করার। বাকিটা ভাগ্যের হাতে ছাড়তে হয়। কর্মে ফোকাস রেখেছিলাম। কর্মফল নিয়ে ভাবেনি “।
তিনি আশাবাদী এবার শ্যুটিংয়ে ভারত আরো পদক জিতবে। পরবর্তী ইভেন্ট গুলিতে আরো পদক দখল রাখাই মনুর লক্ষ্য।

মনু ভাক


প্যারিস অলিম্পিক্সে দেশের হয়ে প্রথম পদক জেতার জন্য শুভেচ্ছার সাগরে ভাসছেন মনু ভাক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোনা জয়ী অভিনব বিন্দ্রা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, ” প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক নিয়ে ভারতের পদক তালিকা খোলার জন্য মনু ভাকেরকে আন্তরিক অভিনন্দন। তিনি শ্যুটিং প্রতিযোগিতায় অলিম্পিক্সে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। ভারত মনু ভাকেরকে নিয়ে গর্বিত। তাঁর এই কৃতিত্ব অনেক ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে, বিশেষ করে মহিলারা, আমি কামনা করি যে তিনি ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করবেন”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “একটি ঐতিহাসিক পদক! অনেক শুভেচ্ছা মনু ভাকেরকে প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জেতার জন্য। ব্রোঞ্জের জন্য অভিনন্দন। এই সাফল্য আরো বেশি কারণ তিনি ভারতের হয়ে শ্যুটিংয়ে পদকজয়ী প্রথম মহিলা হয়েছেন। একটি অবিশ্বাস্য অর্জন”! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, “প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ এনে প্রথম পদক জিতে মনুভাগেরকে ধন্যবাদ। আপনি আপনার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সারাদেশকে গর্বিত করেছেন। আপনার জন্য গোটা দেশ গর্বিত। দারুন সাফল্য”।
প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেওয়ার সাফল্য কামনা করে ২০০৮ সালের অলিম্পিক্সে সোনা জয়ী অভিনব বিন্দ্রা লিখেছেন, ” প্যারিস অলিম্পিক্সে এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য মনুভাকেরকে আন্তরিক অভিনন্দন। আপনার নিরলস উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং আবেগ সত্যিই প্রশংসনীয়। আপনার দক্ষতা এবং সংকল্পের সাক্ষী হওয়া অবিশ্বাস্য, আপনার প্রতিটি শট ভারতকে গর্বিত করে। এই অর্জন আপনার অধ্যাবসায় ও দৃঢ়তার প্রমাণ। আরো সাফল্য পান মনু”। অলিম্পিক্সে প্রথম ব্রোঞ্জ পদকজয়ী শ্যুটার অনু ভাগেরের বাবা রাম কিশান ভাকের বলেছেন, ” পুরো দেশ মনুকে নিয়ে গর্বিত, তার দুটি ইভেন্ট বাকি আছে। আমরা তার থেকে আরো ভালো পারফরমেন্স আশা করি। মনু সরকার এবং ফেডারেশন থেকে অনেক সমর্থন পেয়েছিল। দেশের জনগণের আশীর্বাদের কারণেই এই সাফল্য পেয়েছে সে”।
মনুর এই সাফল্যের জন্য তাঁর মা সুমেধা ভাগের বলেন, ” আমি সব সময়ই চাইতাম আমার মেয়ে সুখী হোক। তাঁর এই সাফল্যে আমরা গর্বিত”। মনুর এই সাফল্যের জন্য গগন নারাং র মত অলিম্পিকসের পদক জয়ীরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।