আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- ভারতীয় হকি দলের গোলরক্ষক পি আর সৃজেশ জানিয়ে দিলেন প্যারিস অলিম্পিকের(Paris Olimpics) পর তিনি খেলা থেকে অবসর গ্রহণ করবেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ১৮ বছরের তাঁর বর্ণময় আন্তর্জাতিক খেলোয়ার জীবনের যবনিকা পড়তে চলেছে। ৩৬ বছর বয়সী ভারতীয় দলের এই গোলরক্ষক ৩২৮ টি আন্তর্জাতিক ম্যাচ দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন যার মধ্যে আছে তিনটি অলিম্পিক এবং বেশ কিছু কমনওয়েলথ গেমস, বিশ্বকাপের মতো প্রতিযোগিতা। ২০২৪ প্যারিসে তিনি দেশের হয়ে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতায় খেলবেন। সৃজেশ স্বপ্ন দেখছেন গত অলিম্পিকের মতো এবারও আরেকটি পদক জেতার শুধু মেডেলের রংটা যেন বদলে যায়। ২০২০ সালের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক বলেন, “আমার খেলোয়ার জীবনে আমি প্রচুর আনন্দ উপভোগ করেছি। আমার সহ খেলোয়ার, পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা সুসময় এবং দুঃসময়ে আমার পাশে ছিলেন।” ২০০৬ সালে তিনি ভারতের হয়ে প্রথমবার খেলেন। এরপর তিনি বহু স্মরণীয় ম্যাচে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এশিয়ান গেমসে ২০১৪ সালে সোনা এবং ২০১৮ সালে ব্রোঞ্জ মেডেল জয় করেছেন। ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন এছাড়াও ২০১৯ সালে, ভুবনেশ্বরে আয়োজিত, এফ আই এইচ পুরুষ হকি সিরিজে তিনি বিজয়ী দলের সদস্য। ২০২২ সালে কমনওয়েলথ গেমস রুপো জয় করার সময় তিনি দলের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ২০২০ সালের টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ মেডেল জয়ের অন্যতম কারিগর ছিলেন সৃজেশ। ভারতীয় দলের অধিনায়ক হরমোন প্রীত সিং বলেন, “আমরা চেষ্টা করব ২০২৪ সালের অলিম্পিকে একটি মেডেল জয় করতে যাতে সৃজেশের বিদায় লগ্নটাকে স্মরণীয় করে রাখা যায়। উনি আমাদের সকলের কাছে একজন আদর্শ খেলোয়াড়। উনি আমাদের দারুন ভাবে উদ্বুদ্ধ করেছিলেন যা ২০১৬ সালে জুনিয়র ওয়ার্ল্ড কাপ জিততে আমাদের সাহায্য করে। মনে রাখতে হবে সেই দলে অনেকেই তাদের আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন শুরু করেছিলেন সেই সময়।”

Paris Olimpics

কেরল রাজ্যের বাসিন্দা, সৃজেশ, ২০২০-২১ সালে হকি প্রো লীগ প্রতিযোগিতায় ভারতীয় দলকে তৃতীয় স্থান অধিকার করাতে বিশেষ ভূমিকা নেন। ২০২১ সালে তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হন। সৃজেশ ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি বিশ্ব ক্রীড়া এথেলেট সম্মানে ভূষিত হন ২০২১ সালে। পরপর দু’বছর, ২০২১ এবং ২০২২, তিনি এফ আই এইচ বছরের সেরা গোলকিপার নির্বাচিত হন। গত বছর সৃজেশের দৃঢ়তাতে ভারত এশিয়ান গেমসে সোনা যেতে যার ফলে তারা সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে। হকি ইন্ডিয়া প্রেসিডেন্ট দিলীপ টিরকে বলেন, “আমি প্রথমবার সৃজেশকে দেখি যখন সে ১৮ ১৯ বছরের একটি ছেলে। আমার মনে আছে প্রথম ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন যখন আমি জাতীয় দলের অধিনায়ক। ও সত্যিই একজন প্রতিভাধর খেলোয়াড় এবং দেশের জন্য ওনার অবদানের কথা ভাবলে আমার আনন্দে বুক ভরে যায়।” এইচআই সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং বলেন, “সৃজেশের সিদ্ধান্ত নিশ্চয়ই ভারতীয় দলকে উদ্বুদ্ধ করবে আরো একবার পোডিয়ামে উঠে পদক গলায় ঝুলানোর জন্য।” ভারতীয় হকি দল সুইজারল্যান্ডের অনুশীলন শেষ করে প্যারিস পৌঁছে গেছে অলিম্পিক গেমসে অংশগ্রহণের উদ্দেশ্যে।