RG Kar incident

আপডেট প্রতিদিন, হুগলি, বেবি চক্রবর্ত্তী:- আরজিকর কান্ডের নারকীয় ঘটনার(RG Kar incident) প্রতিবাদে বিচার চাওয়ার দাবিতে মৌন মিছিল করলেন আই সি.ডি.এস ও আশা কর্মীবৃন্দরা। পথ অবরোধ করলেন আরামবাগের বাসদেবপুরে । আশা করি দিন দ্বারা জানান এর চূড়ান্ত দৃষ্টি মূলক যদি শাস্তি না হয় তাহলে আমরা বৃহত্তর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমরা নবান্নতেও এই আন্দোলনে সামিল হব যতক্ষণ না এর বিচার না চায় আজ মহিলা কোন অংশেই পিছিয়ে নেয় তাহলে মহিলারা কেন নিরাপদে থাকবে না কেন মহিলারা রাত্রিবেলা যে কোন কর্মেতে বেরোতে পারবেন না কেন আমরা আশা কর্মী আমরা শিশুদেরকে নিয়ে থাকি রাতের বেলা সব সময় আমাদের ডিউটি থাকে তাহলে আমরা কেন নিরাপদে বের হতে পারবো না এর চূড়ান্ত যদি শাস্তি যদি না দেয় এই সরকার তাহলে আমরা নবান্নে যেতেও আমরা বাধ্য হবো।

গতকালই দাদাগিরির মহারাজ সৌরভ গাঙ্গুলী একটি কুরুচিকর মন্তব্য করেন যে এই ঘটনা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনার জন্য সবাইকে দায়ী করা উচিত নয় আইসিডিএস কর্মীরা জানান এটা সৌরভ গাঙ্গুলীর কাছে বিচ্ছিন্ন ঘটনা প্রশ্ন উঠছে যদি আজ তার মেয়ে লন্ডনে পড়াশোনা করতে গেছে তিনি লন্ডনে চাকরি করেন তার মেয়ে শালা গাঙ্গুলী যদি আজ ওনার মেয়ের এইরকম কি ঘটতো তাহলে কি সেই ঘটনাকে সে কি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারতো যেখানে এত বড় সংগীত শিল্পী অরজিৎ সিং এই ঘটনাকে হৃদয় দিয়ে লড়বে বলেছে আগামী এক সপ্তার মধ্যে বিচার না হলে তাহলে সেখানে সৌরভ গাঙ্গুলী মন্তব্য কিভাবে করতে পারে আমরা আশা কর্মী কম বেতন দিয়ে ন্যায্য পারিশ্রমিক না দিয়ে আমাদের উপর প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে রেখে কাজ করায় পারিশ্রমিক অর্থ দিতে পারে না সেখানে রাজ্যের একটা এত বড় ঘটনা ঘটে গেল তবু কেন মুখ্যমন্ত্রী এখনো চুপচাপ আছে সে কেন দোষীদের শাস্তি দিতে পারছে না দোষীদের ধরতে পারছেন না এবং তিনি একাধারে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, তাহলে সে কেন এই ঘটনাকে নিয়ে লড়ছে না এবং সেই মেয়েটির দাম ১০ লক্ষ টাকা এই কথাটি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের প্রশ্ন হচ্ছে তার মানে যে কোন মেয়েই ধর্ষণ হবে তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেয়া হবে তার মেয়েটার দাম ১০ লক্ষ টাকা, আজ একটা মায়ের কোন কালি হয়ে গেল প্রতিদিন এরকম ঘটনা ঘটতেই থাকছে কিন্তু এর বিচার হচ্ছে না আমাদের একটাই দাবি বিচার চাই।