আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তীঃ- আসাম-আগরতলা জাতীয় সড়কে পথ দুর্ঘটনা(Road Accident) কোনভাবে পিছু ছাড়ছে না। কোথাও না কোথাও যান দুর্ঘটনায় আহত এবং নিহতের ঘটনা এখন প্রতিদিনের খবর। আবারো আসাম – আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত দুইজন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের তুইচিন্দ্রাই আনন্দমার্গ স্কুল সংলগ্ন এলাকায় মঙ্গলবার। সংবাদ সূত্রে জানা গিয়েছে, গৌহাটি থেকে এ এস ০১ এন সি ৭২৭৫ নম্বরের দূরপাল্লার লরি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল।
অপর দিক থেকে একটি টমটম তেলিয়ামুড়ার দিকে আসছিল আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে। তুইচিন্দ্রাই আনন্দমার্গ বিদ্যালয়ে সংলগ্ন আসতে দূর পাল্লার লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে টমটমের। দুর্ঘটনার বিকট শব্দের আওয়াজ শুনে পথচারী -সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে। প্রত্যক্ষ দর্শীরা যান দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। এরপর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে, দুজনের অবস্থাই গুরুতর। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ যান দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে।