আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- শনিবার ভোর রাত ২.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের কানপুরে সবরমতী এক্সপ্রেসের(Sabarmati Express) কুড়িটা বগি উল্টে গেছে। ট্রেনটিতে প্রায় ১৩ হাজার যাত্রী ছিলেন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে। তবে এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ট্রেনটির লোকো পাইলট জানিয়ে লাইনের উপরে বোল্ডার থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ইঞ্জিনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরের মধ্যেই যাত্রীদের উদ্ধার করে কানপুরে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে রেল লাইনে বোল্ডার রাখার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হলেও আসল কারণ জানার জন্য তদন্ত করে দেখা হচ্ছে। পরপর কয়েকবার রেল দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রেল সুরক্ষা নিয়োগ প্রশ্ন তুলছেন যাত্রীরা।
উত্তর মধ্য রেলওয়ে জনের সিপিআরও শশীকান্ত ত্রিপাঠি জানিয়েছেন ” কানপুরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অধিকাংশ যাত্রীকে। দুর্ঘটনার পরে প্রয়াগরাজ, কানপুর, মির্জাপুর, আমেদাবাদ, তুন্ডলা, বেনারস, গোরক্ষপুর এবং এটাহতে বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। সেই সঙ্গে ঝাঁসিতে ও চালু করা হয়েছে হেল্পলাইন”।
রেলের পক্ষ থেকে যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেই হেল্পলাইন নম্বরগুলি হল-০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২-২৪০৮১৪৯।
গত কয়েক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যাত্রী সুরক্ষাকে। প্রতিটা রেল দুর্ঘটনার পরে রেলের সুরক্ষা নিশ্চিত করার বারবার প্রতিশ্রুতি দিয়েও কিছুই হচ্ছে না। প্রতিটা দুর্ঘটনার পরেই বারবার রেলের গাফিলতি প্রকাশ্যে আসছে। রেলের সুরক্ষা কবচ সিস্টেম এখনো বেশিরভাগ রেল লাইনে বসানো হয়নি। তাই অনেক যাত্রী এখন ট্রেন সফর করতে ভয় পাচ্ছেন।