আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- দীর্ঘ আলোচনার পর অবশেষে ৩১টি শিকারি ড্রোন কিনল ভারত। গতবছরই ওয়াশিংটন ড্রোন চুক্তিতে সবুজ সংকেত দিয়েছিল। মঙ্গলবার এই প্রক্রিয়া সম্পন্ন হলেও তবে এই ড্রোন কবে ভারতে আসবে তা এখনো জানা যায়নি। জানা গিয়েছে ৩৫০ কোটি ডলারের বিনিময়ে আমেরিকার সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। ৩১ টি এমকিউ ৯ রিপার ড্রোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা। ৩১ টি ড্রোনের মধ্যে ভারতীয় নৌবাহিনীকে ১৫ টি ড্রোন দেওয়া হবে। এছাড়াও ৮টি ড্রোন দেওয়া হবে বায়ু ও স্থল সেনা বাহিনীকে। নৌসেনা যেমন সি গার্ডিয়ান প্রজাতির ড্রোন ব্যবহার করবে তেমনি এই দুই বাহিনী ও স্কাই গার্ডিয়ান ড্রোন(Sky Guardian Drone) ব্যবহার করবে।

Sky Guardian Drone

৫০ হাজারেরও বেশি ফুটের উচ্চতায় একটানা ২৭ ঘন্টা এই ড্রোন উড়তে পারবে। তাছাড়া ২১৫৫ কিলোগ্রাম ওজন বহনের ক্ষমতাও রয়েছে এই ড্রোনে।সীমান্তে চীন ও পাকিস্তানের আগ্রাসনের মোকাবিলা করার জন্য বেশ কয়েকদিন ধরেই ভারত মার্কিন ড্রোন কিনতে চেয়েছে। তাই গত বছর জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন সফরে গিয়ে ৩১ টি ড্রোন কেনার প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে ৪০০ কোটি ডলারের বিনিময়ে ৩১টি এমকিউ ৯বি ড্রোন এনার চুক্তি দুই দেশের মধ্যে চূড়ান্ত হলো। তবে বলা বাহুল্য ভারতের হাতে এই ড্রোন আসার ফলে দেশের প্রতিরক্ষা বিভাগ আরো বেশি মজবুত হবে।