আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, উত্তরপ্রদেশ:- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পর এবার গোন্ডায় আসছে ট্রেন দুর্ঘটনার(Train Accident) তথ্য। ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত। ট্রেন লাইনচ্যুত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে রেলওয়ের টিম। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। ডিব্রুগড় এক্সপ্রেসের এসি কোচের অবস্থা খারাপ।

গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে চিৎকার করতে থাকে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসেন। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল বিভাগ। রেলওয়ে বিভাগকে দেওয়া তথ্য ১৫৯০৪- ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত চলে। বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেন।