আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- একের পর এক রেল দুর্ঘটনা(Train Accident), রেলমন্ত্রীর(Ashwini Vaishnaw) মুখে শুধুই বন্দে ভারতের বন্দনা। সংসদে চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। বুলেট ট্রেনের প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিনী বৈষ্ণব।অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি এখনও কাটেনি। এরইমধ্যে জলপাইগুড়ির সেই অভিশপ্ত জায়গা রাঙাপানিতে আবারও ট্রেন দুর্ঘটনা।গত ১৭ জুন রাঙাপানিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। একটি মালগাড়ি গিয়ে ধাক্কা মারে ট্রেনের পিছনে। পরে রেলের তদন্ত কমিটির রিপোর্ট বলে, ওই এলাকায় সিগন্যালিংয়ের সমস্যা ছিল। তাতেই দুর্ঘটনা। তাতে প্রাণ যায় ১০জনের।আবার উল্লেখ্য, মঙ্গলবারই ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হয় হাওড়া-CSMT এক্সপ্রেস। তাতে মৃত্যু হয়েছে ২ জনের। বারবার ট্রেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রেল।আবার বুধবার রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার কবলে পরে।বারবার রেল দূর্ঘটনা নিয়ে রেলমন্ত্রী ও রেলে কর্তৃপক্ষ কে দায়ী করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ(Kunal Ghosh)।