আপডেট প্রতিদিন ওয়েব ডেস্কঃ মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে মামলা। এক যাত্রী নাকি জিআরপিতে মালগাড়ির চালক ও সহ চালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
কিন্তু সেই যাত্রীই জানালেন তিনি কোনও অভিযোগ করেননি। দুর্ঘটনার পর তিনি আহত হয়ে যখন হাসপাতালে ভর্তি সেসময় তার থেকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরে জানতে পারেন তিনি নাকি অভিযোগ দায়ের করেছেন। এমন অবাক করা ঘটনার পর রেল ও জিআরপি এর ভূমিকাতে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রথমে জানা যায় শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার নামে এক যাত্রী অভিযোগ করেছেন মালগাড়ির চালক ও সহ চালকের নামে।তিনি জানান, ঘটনার পর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় বাড়ির ঠিকানা নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।
যাত্রীর বাবা বলেন, আমরা চালক ও সহ চালককে চিনি না। অভিযোগ করতে যাবো কেন।
রাঙাপানিতে দুর্ঘটনার পেছনে সিগল্যান ব্যবস্থা বিভ্রাট অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে মৃত চালকের বিরুদ্ধে দোষারোপ করে তার বিরুদ্ধে হওয়া মামলার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।