আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী: উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গাজিয়াবাদে ফলের রসের সঙ্গে মানুষের মুত্র মিশিয়ে বিক্রি করার অভিযোগে দোকানের মালিকসহ তার নাবালক ছেলেকে আটক করেছে স্থানীয় থানার পুলিশ। দোকানের ভেতর থেকে ইউরিন ভরা প্লাস্টিকের জারও পেয়েছে পুলিশ। গাজিয়াবাদে ওই বাজারে ফলের রসের দোকান। সেই দোকান থেকে ফলের রস খাওয়ার পরই গ্রাহকের একাংশের সন্দেহ হয়। গ্রাহক রাই অভিযোগ তোলেন ফলের রসে মুত্র মিশিয়ে বিক্রি করছেন মালিক। তখনএকজন ব্যক্তি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা অনুসন্ধান করতে গিয়ে থানার আধিকারিকরা দোকানে তল্লাশি চালিয়ে যা দেখেন তাতেই চক্ষু চরক গাছ হয় পুলিশ আধিকারিকদের। দোকানের ভেতর থেকে মুত্র ভর্তি প্লাস্টিকের যার উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এবং তাঁর নাবালক ছেলেকে আটক করা হয়।
এসিপি অঙ্কুর ভাস্কর জানিয়েছেন, ” ধৃত দোকান মালিকের নাম আমির। সঙ্গে তার নাবালক ছেলেকে আটক করা হয়েছে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে”। দোকান মালিক কে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলেও কেন তিনি মূত্র সংগ্রহ করেছিলেন তার স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।