আপডেট প্রতিদিন, গুজরাট, বেবি চক্রবর্ত্তীঃ- বর্তমানে আতঙ্কের অন্যতম নাম এই চাঁদিপুরা ভাইরাস। হু হু করে ছড়াচ্ছে এই ভাইরাসের(Virus) সংক্রমণ। এখনও পর্যন্ত গুজরাটে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আরও ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক গুজরাট স্বাস্থ্য দফতরের (Gujarat Health Department) তরফে জানানো হয়েছে, চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুজরাটের অরাবলি জেলার হিমতনগর গ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। সেখানেই মৃত্যু হয়েছে তার।

এই ভাইরাসে আরও ২৯ জন আক্রান্ত বলে জানা গিয়েছে।গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল বলেন, ‘চাঁদিপুরা ভাইরাস ছোঁয়াচে নয়। তবে এই ভাইরাসের পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।এই ভাইরাস যাতে না ছড়ায় তার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে স্বাস্থ্য বিভাগ।’১৯৬৫ সালে মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে প্রথম এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল। সেই জন্য এই ভাইরাসের নাম হয় ‘চাঁদিপুরা ভাইরাস।’ জ্বর, খিঁচুনি, ডায়রিয়া, মাথাব্যথা,বমির মতো কিছু উপসর্গ দেখা যায় এই ভাইরাসে আক্রান্ত হলে।