আপডেট প্রতিদিন ওয়েব ডেস্কঃ কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার যাত্রীদের শিয়ালদহ স্টেশন থেকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের পরিবহন দফতরের (WBTC) তরফ থেকে কয়েকটি সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি সোমবার মধ্যরাতে শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছবে বলে রেল সূত্রে খবর। মধ্যরাতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তাই পরিবহন দফতরের তরফে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। একের পর এক বাসগুলি এসে পৌঁছেছে শিয়ালদহ স্টেশনে।