আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- কথায় আছে রাখে হরি মারে কে? গাজা ও ইজরায়েলের যুদ্ধে প্রাণ হারানো নয় মাসের অন্তঃসত্ত্বা নারী ওলা আল-কুর্দ জন্ম দেয় এক সুস্থসন্তানের। এই ঘটনায় স্তম্বিত গোটা বিশ্ব।
ইসরায়েলি বিমান হামলায় নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় ওলার নবজাতক শিশু ও তার স্বামী।
গত ১৯ শে জুলাই গাঁজার মধ্যাঞ্চলে আল-নুসেইরেতে ওলার বাড়িতে ভয়ানক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতোটাই বেশি ছিল এর তীব্রতা ওলা ছিটকে কয়েক তলা নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তঃসত্তা ওলার। ওলার বাবা আদনান আল-কুর্দ এই তথ্য জানিয়েছেন। ওলা ছাড়াও ওই বাড়িতে থাকা শিশু,বয়োবৃদ্ধ, এবং অন্যান্যরা সবাই মারা যান। কিন্তু অলৌকিকভাবে ওলার গর্ভের সন্তান বেঁচে যায়।


ওনার বাবা আরো জানান, ” যখন তার মেয়ে শহীদ হন অলৌকিকভাবে তার গর্ভে থাকা ভ্রুণ বেঁচে ছিল। সন্তানকে কোলে তুলে নিতে চেয়েছিল ওলা। ওলার বিশ্বাস ছিল তার শহীদ ভাইদের স্থান পূরণ করবে। একইসঙ্গে তাদের বাড়িতে জীবন ফিরিয়ে আনবে। কিন্তু নিজের সন্তানকেই দেখার সৌভাগ্য তার হয়নি”। বিমান হামলার পর ওলাকে নুসেইরেতের আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে এখানকার চিকিৎসকরা প্রতিকূলতার মধ্যেও নবজাতককে ডেরিভারি করতে সক্ষম হন। এই নবজাতকের নাম দেওয়া হয় মালেক ইয়াসিন। কিন্তু জন্মের পর নবজাতককে দেইর আল-বালা হর আল আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসক খলিল আল-দাকরান বলেন “আলহামদুলিল্লাহ। শিশুটির জীবন রক্ষা পেয়েছে। সে এখন সুস্থ এবং ভালো আছে।