আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- শেখ হাসিনার পরে এবার রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বাংলাদেশের নাগরিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তার ফলে আবারও অশান্ত হয়ে উঠলো বাংলাদেশ। রাষ্ট্রপতি ভবনের সামনে চলছে তুমুল বিক্ষোভ। বাংলাদেশের একাধিক জায়গায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংঘর্ষের ফলে এখনো পর্যন্ত পাঁচজন জখম হয়েছে বলে জানতে পারা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। প্রায় একমাস ধরে চলা লাগাতার বিক্ষোভ আন্দোলনের পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তেজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের নাগরিকরা তাঁর বিরুদ্ধে স্বৈরাচারী সরকার চালানোর অভিযোগ করেছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছেন। এবার রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বাংলাদেশ উত্তাল হয়ে উঠল। এই বিক্ষোভ সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে। জানা গেছে পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করেছে। পুলিশের গুলিতে যে দুজন আহত হয়েছেন এর মধ্যে একজন শিক্ষার্থীও রয়েছেন। বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরে আগামী বছর জানুয়ারি মাসে সাধারণ নির্বাচন হওয়ার কথা আর তারই মাঝে একাধিক বিষয় বাংলাদেশের জনগণ অসন্তোষ প্রকাশ করেছিলেন।
বুধবার সকাল থেকে বঙ্গভবন এর সামনে একাধিক ছাত্র সংগঠন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্রসংগঠন বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার সময়সীমা বেঁধে দিয়েছেন। জানা গেছে জানুয়ারি মাসের সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে।
শুধুমাত্র রাষ্ট্রপতির পদত্যাগই নয়, আন্দোলনকারীদের মোট পাঁচ দফা দাবি রয়েছে। যার মধ্যে রয়েছে সংবিধান বাতিল কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধ করতে হবে। ছাড়াও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে যে নির্বাচন হয়েছিল তা বেআইনি ঘোষণা করতে হবে। এই নির্বাচনে জিতে যে প্রতিনিধিরা সংসদের সদস্য হয়েছেন তাদের সদস্যপদও বাতিল করতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা শহর। যার কেন্দ্র রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘বঙ্গভবন’ রয়েছে।