আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে। এমনই দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শততম দিন পূরণ হওয়ার উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। আর সেই ভাষণেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব।’রবিবার জাতির উদ্দেশে ভাষণে ইউনুস বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ণ গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকারশূন্য হয় সাময়িকভাবে। পুলিশ-প্রশাসন এই সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতি তৈরি হয়। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সকলকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে।’