আপডেট প্রতিদিন, কোচবিহার, বেবি চক্রবর্ত্তী:- কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ(Bangladesh) থেকে রবিবার সকালে ভারতে ফিরলেন প্রায় ৪০০ পড়ুয়া। বাংলাদেশে উত্তাল পরিস্থিতির জেরে প্রাণ হাতে নিয়ে এদেশে ফিরছেন একের পর এক ভারতীয় সহ ভিনদেশের পড়ুয়ারা। সেদেশে আটকে পড়া ভারত,নেপাল ও ভুটানের শয়ে শয়ে পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রায় ৫০০ জনকে এখনও পর্যন্ত চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরানো হয়েছে। এখনও যারা আটকে রয়েছেন, তাদেরও ফেরানোর সমস্ত ব্যবস্থা দ্রুত করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বাংলাদেশে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ। লাগামহীন হিংসার জেরে বহু ছাত্রের মৃত্যুর মাঝে নিরাপদ নয় বিদেশি ছাত্ররাও। তাই তড়িঘড়ি তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাণ হাতে করে ফিরছেন একের পর এক পড়ুয়া।
রবিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ধাপে ধাপে ঢোকে প্রায় ৪০০ জন পড়ুয়া। চ্যাংরাবান্ধায় আসার পর পড়ুয়াদের গন্তব্যে পৌঁছানোর জন্য পুলিস ও প্রশাসনের তরফ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চত্বরে খোলা হয়েছে পুলিসি সহায়তা কেন্দ্র। উপস্থিত রয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিষ পি সুব্বা, মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস, ওসি,আইসিপি সুরজিৎ বিশ্বাস প্রমুখ। এদিন সকালে ভারতের মাটিতে পা রেখে অনেকেই জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তাঁরা জানিয়েছেন, প্রাণ হাতে নিয়ে সীমানা পেরিয়ে ভারতে ফিরলাম। ডাক্তারি সহ বিভিন্ন কোর্সে পড়াশোনার জন্য ভিনদেশের পড়ুয়ারা বাংলাদেশে যায়। প্রাইম মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ সহ নানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন ভারতে ফিরলেন।