আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- আমেরিকায় ইন্ডিয়া টুডের(India Today) এক সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগের তীর কংগ্রেস কর্মীদের দিকে। আর এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রধান বিরোধী দলকে তোপ দাগলেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন ” কংগ্রেস বরাবর বর্বরতায় লিপ্ত’। তিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেছেন ” ‘মহব্বত কি দুকান’ আসলে বাইরে আবরণ।
জম্মু-কাশ্মীরের ডোডায় নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভায় ভোট প্রচারের উদ্দেশ্যে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদল কংগ্রেসকে তুলোধোনা করে বলেন ” ওরা দাবি করে যে মহব্বত কি দুকান চালায়। অথচ আমেরিকায় আমাদের দেশের একজন সাংবাদিকের সঙ্গে নিষ্ঠুরতা করেছে কংগ্রেস। যারা নিজেদের বাক্ স্বাধীনতার চ্যাম্পিয়ন বলে দাবি করে তারাই বর্বরতায় লিপ্ত “।
রাহুল গান্ধীর তিন দিনের মার্কিন সফরের আগে ডালাসে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার সাক্ষাৎকার নেওয়ার সময় কংগ্রেস কর্মীরা ইন্ডিয়া টুডে সাংবাদিক রোহিত শর্মাকে হেনস্থা করেন। রোহিত শর্মার অভিযোগ বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে পিত্রোদাকে প্রশ্ন করায় কংগ্রেস কর্মীরা প্রথমে আপত্তি করেন পরে ক্ষিপ্ত হয়ে রোহিতের ফোন কেড়ে নিয়ে ৩০ মিনিটের ইন্টারভিউয়ের ভিডিও ডিলিট করে দেয়। যদিও এই ঘটনাকে সমর্থন করেনি বলে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা জানিয়েছেন।