আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্যারিস অলিম্পিক্সের(Paris Olimpic) বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান স্যেন নদীতে শুরু হল। বিখ্যাত নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পপ আইকন লেডি গাগার অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানকে মাতিয়ে দিয়েছিল। আতসবাজির নয়নাভিরাম প্রদর্শনীতে অলিম্পিক্সের মশাল নিয়ে যাওয়া হয় স্যেন নদীতে। অলিম্পিক টর্চ রিলের একটি বিশেষ ভিডিও প্রদর্শনীতে মশার হাতে দেখা যায় জিনেদিন জিদানের উপস্থিতি। নদীর দুই ধারে সমবেত দর্শকরা করতালি দিয়ে অভিনন্দন জানায় প্রতিযোগীদের। সাধারণত যেকোনো অনুষ্ঠানের সূচনা হয় পর্দা সরিয়ে, কিন্তু এখানে পর্দা হিসেবে দল কি ব্যবহার করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তলায় জলের মাধ্যমে পর্দা তৈরি করা হয়। তারপর শুরু হয় প্যারেড অফ নেশনস। উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক দেশের ক্রীড়াবিদ ও অফিসিয়ালদের নিয়ে স্যেন নদীর বুক দিয়ে এগিয়ে যেতে থাকে সুসজ্জিত জলযান। প্যারিস অলিম্পিক্সে অন্য দেশের সাথে ভারতও পিছিয়ে নেই।

সুসজ্জিত ৮৪ টা বোট নিয়ে এগিয়ে আসে ভারত। সবশেষে আসে আয়োজক ফ্রান্সের বোট। স্যেন নদীর বুক চিরে একের পর এক সুসজ্জিত বোট এগিয়ে যায়। এর মাঝেই হয়ে যায় প্রখ্যাত পপ আইকন লেডি গাগার অনুষ্ঠান। তার অনুষ্ঠান শেষ হবার সাথে সাথেই বাংলাদেশের অ্যাথলিটদের নিয়ে বোট যাত্রা করে। ভারতীয় সময় রাত এগারোটায় শুরু হয় প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের জন্য ১১৭ জনের দল পাঠানো হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছেন পিভি সিন্ধু এবং শরথ কমল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *