আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:-নেপালে পালাবদল, নেপালের সংসদে আস্থা ভোটে হেরে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী(Prime Minister) পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড, আস্থা ভোটে হারার পরেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী স্থানে বসতে চলেছেন কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধান কেপি শর্মা ওলি। ১৯ মাস ক্ষমতায় থাকার পর ফের পালা বদল নেপালে। শুক্রবার আস্থা ভোটে হেরে যান নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।
নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের আসন সংখ্যা ২৭৫। এর মধ্যে পুষ্প কমল দাহালের বিরুদ্ধে ভোট পড়ে ১৯৪। পক্ষে ভোট পড়ে ৬৩। আস্থা ভোটে জিততে প্রয়োজন ছিল ১৩৮ ভোটের। আস্থা ভোট নিয়ে প্রথম থেকেই চাপে ছিলেন দাহাল।গত ১৬ বছরের ইতিহাসে ১৩ বার সরকার বদল হয়েছে ছেটো পার্বত্য রাষ্ট্র নেপালে। এবার ১৯ মাস ক্ষমতায় থাকার পর ফের পালাবদল হতে চলেছে নেপালে। পার্লামেন্টের আস্থা ভোটে শুক্রবার হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী ‘প্রচণ্ড।