আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- বিশ্বে বাদামি ভালুক সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ায়, তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে রোমানিয়া(Romania)। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন জঙ্গলে বসাবস করে অন্তত ৮ হাজার বাদামি ভালুক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে ৪৮০ টিরও বেশি ভালুক হত্যার অনুমতি দিয়েছে রোমানিয়ার পার্লামেন্ট। রোমানিয়ার পরিবেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাদামি ভালুকের আক্রমণে গত ২০ বছরে অন্তত ২৬ জন মানুষ নিহত এবং ২৭৪ জন আহত হয়েছেন। সম্প্রতি ভালুকের আক্রমণে কার্পেথিয়ান পর্বত মালায় এক ১৯ বছর বয়সী পর্বতারোহী নিহতের ঘটনায় দেশজুড়ে অস্থিরতার সৃষ্টি হয় রাজধানী বুখারেস্টে। চলমান এই অস্থিরতার মধ্যে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল কিওলাকু। সেই অধিবেশনেই ৪৮১টি ভালুক হত্যার প্রস্তাব উত্থাপিত হয় এবং আইন প্রণেতারা সেই প্রস্তাবের পক্ষে রায় দেন।

Romania

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *