আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- চামারি আতাপাত্তু এবং হর্ষিতা সামারাউইক্রামার অসাধারণ ব্যাটিং শ্রীলঙ্কাকে প্রথমবার মহিলাদের এশিয়া কাপ(Women’s Asia Cup) জয় করতে সাহায্য করে। ভারত প্রথম ব্যাট করে ১৬৫ রান করে নির্ধারিত ২০ ওভারে। শ্রীলংকা(Srilanka) ব্যাট করতে আসলে খুব তাড়াতাড়ি দুইটি উইকেট হারিয়ে বিপদে পড়ে। এরপরেই চামেরি আতাপাত্তু (৬১) এবং হর্ষিতা (৬৯) শ্রীলঙ্কাকে খেলায় ফেরায় এবং আট বল বাকি থাকতেই প্রয়োজনীয় জয়ের রান তুলে নেন। শ্রীলংকার পক্ষে কেভীসা দিলহারি ৩০ রান করে দলকে সাহায্য করেন। সাতবারের চ্যাম্পিয়ন ভারত অষ্টমবার চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হল। ভারত- মহিলা দল ১৬৫/৬(২০)
শ্রীলংকা- মহিলা ১৬৭/২ (১৮.৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *