ছয় আসনে জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,আমরা জমিদার নই, মানুষের পাহারাদার

আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- পশ্চিমবঙ্গে ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দাপুটে জয় ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পাঁচটি আসনে ইতিমধ্যেই জয়ী। তালড্যাংরায় ফল ঘোষণার অপেক্ষা থাকলেও তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন। মাদারিহাটের মতো বিজেপি-দখলকৃত কেন্দ্রেও ঐতিহাসিক জয় লাভ করেছে তৃণমূল।জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মা-মাটি-মানুষের আশীর্বাদ আমাদের চলার পথে আরও শক্তি দেবে।” অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে সরাসরি বিজেপি এবং তাদের প্রভাবিত আখ্যানকে ‘জমিদারদের প্রচেষ্টা’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “তৃণমূল বাংলাকে অসম্মান করার চেষ্টা ও জমিদারদের আখ্যানকে উড়িয়ে দিয়েছে। বিশেষ করে মাদারিহাটের মানুষকে ধন্যবাদ, যারা প্রথমবার আমাদের সেবা করার সুযোগ দিয়েছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায়

১৩ নভেম্বর অনুষ্ঠিত এই উপনির্বাচনে বাংলার ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয় ছিল প্রায় নিশ্চিত।উত্তরবঙ্গের বিজেপি-দখলকৃত মাদারিহাটে জয়ের পর তৃণমূলের বক্তব্য, বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। অভিষেক এবং মমতা উভয়েই মাদারিহাটের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপির দুর্বল প্রচার এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের বার্তা। মানুষের মধ্যে তৃণমূলের প্রতি আস্থা বৃদ্ধি।
এই জয় তৃণমূল কংগ্রেসকে রাজ্য রাজনীতিতে আরও শক্তিশালী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, “মানুষই আমাদের শক্তি। আমরা মানুষের জন্য কাজ করে যাব।