আপডেট প্রতিদিন,বেবি চক্রবর্ত্তী দিল্লী১০ই ফেব্রুয়ারী :- দিল্লি বিধানসভা নির্বাচন-২০২৫-এ আম আদমি পার্টি কে চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। শনিবার প্রকাশিত দিল্লি নির্বাচনের ফলে দেখা গেছে, বিজেপি ৭০টির মধ্যে ৪৫টিরও বেশি আসনে জয় লাভ করেছে।অন্যদিকে, AAP ৩০টির কম আসনে সীমিত হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এবার আম আদমি পার্টিতে বড় ভাঙন দেখা যাবে।
এখন বড় নেতারা দল ছাড়বেন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, AAP-র অনেক বড় নেতা দল ছাড়বেন। এই নেতাদের মধ্যে এমন অনেক গুরুত্বপূর্ণ নাম থাকতে পারে, যাঁরা এতদিন কেজরিওয়ালের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

পাশাপাশি, বিভিন্ন রাজ্যেও AAP-র মধ্যে ভাঙনের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে দলের অনেক শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে যেতে পারেন।আগামী বছরগুলিতে যখন পাঞ্জাব ও গুজরাটের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তখনও দিল্লি নির্বাচনের এই ফলাফলের প্রভাব পড়তে পারে AAP-র পারফরম্যান্সের উপর।২০১৫ ও ২০২০-তে AAP-র ঐতিহাসিক জয় প্রসঙ্গত, ২০১৫ ও ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ঐতিহাসিক জয় লাভ করেছিল। ২০১৫ সালের নির্বাচনে AAP ৭০টির মধ্যে ৬৭টি আসনে জয়ী হয়েছিল। একইভাবে, ২০২০ সালের দিল্লি নির্বাচনে AAP ৭০টির মধ্যে ৬২টি আসন দখল করেছিল।এই সময়, দুইবারই দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন। এছাড়াও, ২০১৩ সালের নির্বাচনে AAP কংগ্রেসের সঙ্গে মিলে ৪৯ দিনের সরকার পরিচালনা করেছিল। সেই সময়ও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সব মিলিয়ে, কেজরিওয়াল তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।