আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, আলিপুরদুয়ার:- BJP প্রার্থীর প্রচারে এসে নিশানা শুভেন্দুর, ‘বাংলায় রক্ষকই ভক্ষক, ভোটবাক্সে জবাব দিন..’ ফের তৃণমূলের সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা, আলিপুরদুয়ারের মাদারিহাটে এসে কী বললেন শুভেন্দু ? আরজিকর কাণ্ড থেকে শুরু করে আলিপুরদুয়ার, একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। ফের তৃণমূলের সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বাংলায় রক্ষকই ভক্ষক, ভোটবাক্সে এর জবাব দিন।টবাংলায় মহিলারা সুরক্ষিত নন, ভোটবাক্সে এর জবাব দিন’ ১৩ নভেম্বর উপনির্বাচন আছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। আর এদিন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর সমর্থনে গয়েরকাটার মিছিল বিরোধী দলনেতার।
এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল শেষে শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলায় রক্ষকই ভক্ষক।পৃথিবীর কোথাও এমন পাবেন না। আর জি কর থেকে ফালাকাটা, একের পর এক ঘটনা ঘটছে। বাংলায় মহিলারা সুরক্ষিত নন। ভোটবাক্সে এর জবাব দিন’ , বলেন বিরোধী দলনেতা।বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা।আলিপুরদুয়ারের ফালাকাটার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম।দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা। মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ পরিবারের।