আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, কলকাতা :- আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুষ্ঠান বন্ধ। জলদূষণ রুখতেই এই নির্দেশ। বুধবার রাত ৮টার পর থেকেই সর্বসাধারণের জন্য বন্ধ দুই সরোবর। রবীন্দ্র সরোবরের পরিবর্তে গল্ফগ্রিন, কসবা, যাদবপুর এলাকার বেশ কিছু অস্থায়ী জলাশয়ে আয়োজন করা হয়েছে ছটপুজোর।৮ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টা থেকে ফের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সরোবরের দরজা।বুধবার দুপুর থেকে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের নিরাপত্তায় প্রায় ১৫০ পুলিশকর্মী মোতায়েন করছে লালবাজার। সংশ্লিষ্ট ডিভিশনের একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ছ’টি গেটে থাকছে বিশেষ পাহারা। ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতেও তৎপর পুলিশ। নিরাপত্তায় থাকছে রিভার ট্রাফিক পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল, ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে বলেও জানা গেছে।যৌন নির্যাতনের যন্ত্রণায় জেরবার বাংলা! প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।স্বামী-স্ত্রীর বিবাদ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে গণধর্ষণ! ভিডিয়ো করে হুমকি দেওয়ারও অভিযোগ আদালতের নির্দেশের পরে ছটপুজোর সময়ে গোটা সরোবর চত্বর সকলের জন্য বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ ছট পুজো