আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- সম্প্রতি রাজীব কুমারকে আবার ডিজির পদে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজির পদে রাজিব কুমারকে আবার ফিরিয়ে আনার কথা আগে থেকেই বিভিন্ন মহলে শোনা গিয়েছিল কিন্তু এবার সেই নামেই পড়ল শিলমোহর।বর্তমান ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে দমকল বিভাগে পাঠানো হয়েছে। অতীতে ২০১৯ এ রাজিব কুমারকে অপসারণ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তখন নির্বাচন কমিশনও রাজীব কুমারকে পুলিশ প্রশাসনের পদ থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু ভোট মিটতেই এবার ফের স্বমহিমায় ফিরলেন এই দুঁদে পুলিশ কর্তা। এই পুলিশকর্তার বাসভবনে সিবিআই এর হানা রাজ্য প্রশাসনের রক্তচাপ বাড়িয়েছিল।
সেই সময় আচমকাই বেপাত্তা হয়ে যান এই প্রাক্তন ডিজি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তখন রাজীব কুমারকে রক্ষা করতেই অনশনে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা দলীয় নেতৃত্ব দের নিয়ে অনশনে বসেন তিনি। রাতভর চলে সেই অনশন। কেন্দ্র রাজ্যের সংঘাতে বারবারই রাজীব কুমারকে নিয়ে দড়ি টানাটানি চলেছে। ভোটকে কেন্দ্র করে পুলিশি রদ বদলের ক্ষেত্রে এই দুই পক্ষের টানা পড়েন আমি দিনেও চলবে বলেই দাবি প্রশাসনিক কর্তাদের একাংশের। তবে এবার রাজিব কুমার কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনিক স্তরে কিভাবে নয়া পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।