আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- ঘূর্ণিঝড় ডানার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার রাতভর নবান্নের কন্ট্রোল রুমে থেকে নজরদারি চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান উৎসব আর দুর্যোগের সুযোগ নিয়ে কেউ কেউ দুষ্টুমি করতে পারে, অশান্তির ছক হতে পারে।
ডানার সামগ্রিক পরিস্থিতির খবর জানানোর সময় মন্ত্রী বলেন দাঙ্গার একটা পরিস্থিতি হয়েছিল। সামনে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তিনি আরো জানান পুলিশকে বলছি সেদিকে নজর বাড়াতে হবে। সাংবাদিক বৈঠক শেষ করার আগেও তিনি গোয়েন্দা এবং পুলিশকে সতর্ক করেন। বারবার তিনি উল্লেখ করেছেন রাজ্যের স্পর্শকাতর এলাকা গুলিতেও করা নজরদারি চালাতে হবে।
রাজ্যে চলছে উৎসবের মরসুম। আর এই সময় রাজ্যের বেশ কিছু জায়গা থেকে অশান্তি এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি হাওড়াতে এই ধরনের পরিস্থিতি হয়েছিল বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ প্রশাসনের নজরদারিতে অশান্তি ছড়াতে পারেনি। ঘূর্ণিঝড় ডানার সামগ্রিক পরিস্থিতির খবর জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রশাসনিক কর্তাদের পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি সরজমিনে পরিস্থিতির খতিয়ে দেখে রিপোর্ট দেবার কথা বলেছেন।

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলের দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরে ডানার প্রভাব অত্যধিক বেশি। এখানে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঝড়ের কবলে পড়ে প্রাণ হারানোর খবর ও পাওয়া গেছে।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ঘূর্ণিঝড় ডানার হানায় এ রাজ্যে একজনের মৃত্যুর খবর মিলেছে। বাড়িতে থাকা অবস্থায় বিজারের দাপটে এর মৃত্যু হয়েছে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।