আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। জট কাটাতে ৩৫ তম দিনে ধরনামঞ্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারী চিকিৎসকদের সব দাবিপূরণের আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে স্বাগত জানালেন আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবা। একইসঙ্গে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন।এরপর সন্ধ্যায় কালীঘাটে পৌঁছলেন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল। ৩২ জন ঢুকলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। তবে বাসভবনে ঢোকার আগেও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান জুনিয়র চিকিৎসকদের।অভয়া’র বিচার চেয়ে আন্দোলনের পাশাপাশি আগামী কাল অর্থাৎ রবিবার থেকে ১২ ঘন্টা করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেবে জুনিয়র ডাক্তাররা। শনিবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

জুনিয়র ডাক্তার