তৃণমূল নেতার পরিবার পেলো চাকরিতৃণমূল নেতার পরিবার পেলো চাকরি

আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন করণদিঘীর তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আইনাল হক। সেই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে, পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আইনাল হকের ছোট ছেলে কামরুদ্দীনকে করণদিঘী পঞ্চায়েত অফিসে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে, শোকস্তব্ধ পরিবারে আশা ও সমর্থনের আলো জ্বালালেন বিধায়ক গৌতম পাল ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। উত্তর দিনাজপুরের করণদিঘী বিধানসভার অন্তর্গত আলতাপুরের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আইনাল হকের অকালমৃত্যুর পর তার পরিবারকে সহায়তা হিসেবে তার ছোট ছেলে কামরুদ্দীনকে করণদিঘী পঞ্চায়েত সমিতির অফিসে গ্রুপ ডি বিভাগের পঞ্চায়েত দপ্তরের চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

তৃণমূল নেতার পরিবার পেলো চাকরি

বৃহস্পতিবার এই নিয়োগপত্রটি তুলে দেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্তী দেবব্রত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসেন আজম ও ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম। আইনাল হকের মৃত্যুতে তার পরিবার গভীর শোকে আচ্ছন্ন, তবে বিধায়ক গৌতম পাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কামরুদ্দীনকে সরকারি চাকরির মাধ্যমে তার পরিবারকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা একটি মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে। কামরুদ্দীন বলেন, বাবার মৃত্যুর পর আমাদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়ক ও মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। এই চাকরিটি আমাদের পরিবারের জন্য একটি বড় সহায়তা। বিধায়ক গৌতম পাল জানান, এটি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আইনাল হকের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পালনের অংশ।”