আপডেট প্রতিদিন, ঘাটাল, বেবি চক্রবর্ত্তী:- লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। নির্বাচনে জয়ী হয়ে সেই সব পদ ফিরে পান ঘাটালের সাংসদ। পশ্চিম মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে পদত্যাগের কথা জানান।তিনটি পদ হল- ঘাটালের বীরসিংহ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান, ঘাটাল জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবর্ষী মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির পদ।সেই পদ গুলো আবার রবিবার ফিরে পেলো।
দেবের পদে ফেরার খবর শুনে বিরোধীদের কণ্ঠে বিদ্রুপের সুর। দেবের নিয়োগ প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট বলেন, হাসপাতালের খারাপ অবস্থার দিকে কোনো নজর নেই। তৃণমূলের আইন মানবেন না। সাধারণ মানুষ বা রোগীরা পরিষেবা পাচ্ছেন না। দেবের পদে ফিরে আসার পরে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক শেখ আবু কালাম বক্স বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, তাকে কিছু পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। ঘাটালের মতো ঘনবসতিপূর্ণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রে আবারও রোগী কল্যাণ দফতরের চেয়ারম্যান হয়েছেন দেব।