আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- গতকাল থেকে একটানা ২২ঘন্টা রাতভর অবস্থান বিক্ষোভ চলেছিল জুনিয়র চিকিৎসকদের। বিবি গাঙ্গুলি স্ট্রিট দখল করে বসেছিলেন সেই চিকিৎসকেরা। কখনও বা স্লোগান তুলে আবার কখনও গানে গানে গোটা রাত কাটিয়েছেন। তবুও দাবি থেকে সরেননি তাঁরা। রাতভর কার্যত দু’পক্ষের মধ্যে চলেছিল ঠান্ডা লড়াই। বড় বড় ব্যারিকেডের একদিকে ঠায় বসে পুলিশ। অপর দিকে, অনড় চিকিৎসকরা দফা এক দাবি এক স্লোগানে অনশনে বসে রাস্তায়। তবে মঙ্গলবার বেলা গড়াতেই ফের আন্দোলনকারী ও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে পুলিশ। এই নিয়ে তৃতীয়বার বৈঠক। অবশেষে দু’পক্ষের আলোচনায় নমনীয় পুলিশ। প্রায় ২২ ঘণ্টা পর ২২ জন ডাক্তারকে লালবাজারে ঢোকার অনুমতি দিল পুলিশ।

লালবাজার

লালবাজারের সামনের ব্যারিকেড সরিয়ে জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ মিছিল এগোবে। এই ৯ ফুট গেট সরিয়েই লালবাজারে ঢুকছেন ২২ জনের প্রতিনিধিদল। বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত মিছিলের পর ২২ জন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল ঢুকছেন লালবাজারে। এবার পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে ব্যারিকেড। অ্যাডিশনাল সিপি – এর অনুমতি দেওয়ার পরই শুরু হয়েছিল লৌহ কপাট সরানোর কাজ।’ উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে জুনিয়র চিকিৎসকদের শান্তিপূর্ণ ভাবে মিছিল এগোনোর প্রস্তুতি শুরু হয়।