পশ্চিম মেদিনীপুর

আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও ডেবরা ব্লকের উদ্যোগে আজ একটি গুরুত্বপূর্ণ জনসচেতনতা মিছিল ও সভা অনুষ্ঠিত হল বুধবার। এদিন এই অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি এবং পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

পশ্চিম মেদিনীপুর

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সামাজিক ব্যাধি, বিশেষ করে বাল্যবিবাহের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করা। মিছিলটি ডেবরা ব্লকের খানামোহন এলাকা পদক্ষিণ করে এবং শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এদিন সভাধিপতি ও পুলিশ সুপার তাঁদের বক্তৃতায় সামাজিক কুসংস্কারের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরেছেন এবং সকলকে এগিয়ে এসে এই সমস্যা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

পশ্চিম মেদিনীপুর