আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, হুগলী:- হুগলি জেলার অন্তর্গত গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। নাবালিকার বাবার বক্তব্যে জানা যায় বাচ্চার বায়নাতে মাংস কিনতে গিয়েছিল ফিরে এসে বাচ্চাটিকে আর ঘরে দেখতে পায় না, বহু খোঁজা খুঁজির পর নাবালিকার রক্তাক্ত নিতর দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ি থেকে।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ধর্ষণ ও খুনের মামলা দায়ের হল গুড়াপ থানায়।দেহের ময়নাতদন্ত হবে সোমবার।
রবিবার সন্ধের পর থেকে চোপা গ্রামে নিজের বাড়িতে ছিল না ওই শিশু। অনেকটা সময় পেরিয়ে গেলে বাড়ি না ফেরায় এলাকায় খোঁজ শুরু করেন তাঁর বাবা।রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যান তাঁর বাবাই। সেখানে চিকিৎসকরা ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পৌঁছয় গুড়াপ থানায়। এলাকায় থাকা টহলদারি ভ্যান ততক্ষণে ঘটনাস্থলে হাজির হয়। গোটা ঘটনা পুলিশকে জানান নির্যাতিতার বাবা। অভিযোগ দায়ের হয় গুড়াপ থানায়। যার ভিত্তিতে ওই প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করে পুলিশ রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে । ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে তদন্তভার যায় ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টরের কাঁধে।
ঘটনার পর হুগলি জেলার পুলিশ সুপার কামনাশিস সেন,অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং অন্যান্য পদস্থ অফিসারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসী এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন। পুলিশ সুপার এই মামলার তদন্তের সহায়তার জন্য হুগলি জেলার উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে একটি দল গঠন করেছেন।
ময়নাতদন্তের জন্য সোমবার সকালে চুঁচুড়া জেলা সদর হাসপাতালে পৌছায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পড়ে মৃত নাবালিকার বাবা জানান ওই অভিযুক্ত প্রতিবেশী এর আগেও নানা রকম জঘন্য কাজ করেছে এবং এই একই ধরনের কাজ কিছু গবাদি পশুর সাথেও করেছিল এইরকম ঘটনা ঘটবে আগে থেকে বোঝা যায়নি।
পাড়ার এক ব্যক্তি জানান অভিযুক্তের, দুটো বিয়ে হয়েছিল আগে। এখানে সবসময় থাকে না। বৈঁচিতে শ্বশুরবাড়ি। সেখানে যায় মাঝে মধ্যে। চুরি করার স্বভাব রয়েছে। একই সঙ্গে এই ধরনের জঘন্য কাজ করার স্বভাব তার চিরকাল আছে। এলাকাবাসী থেকে নাবালিকার পরিবার সকলের দাবি কঠিন থেকে কঠিনতম সাজা হোক অভিযুক্তের। অভিযুক্তকে চুঁচুড়া জেলা আদালতে ফেশ করে পুলিশি রিমান্ডে নেওয়ার অনুরোধ করবে থানা।