আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্র মারফৎ জানা গিয়েছে, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি র‍য়েছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়। ২০১১ সাল থেকে টানা দশ বছর অর্থ দফতরের ভার সামলেছেন অর্থনীতির প্রাক্তন অধ্যাপক ও বণিকসভা ফিকি-র প্রাক্তন মহাসচিব অমিত। রাজ্যের কোষাগারে অর্থের সংস্থান এবং খরচ সামলানোর ক্ষেত্রে তিনি মমতার যথেষ্ট আস্থাভাজন। এমনকি টাকা-পয়সা নিয়ে দিল্লিতে কেন্দ্রের কাছে দরবার করতেও বিভিন্ন সময়ে তাঁকেই এগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।অমিত মিত্রের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তিনি ডায়বেটিসেরও রোগী। বয়সও হয়েছে। সোমবারই করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সারা দেশে ২৭২ জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ কেপি.২ দ্বারা আক্রান্ত হয়েছেন।সেই অমিত মিত্র এ বার ভোটে লড়েননি। স্বাস্থ্যের কারণে অব্যাহতি চেয়েছিলেন মমতার কাছে। তৃণমূল নেত্রী সেই অনুরোধ মেনেও নেন।