আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, বীরভূম:- অনুব্রতর মঞ্চেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। শনিবার দুপুর দুটো নাগাদ ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ছামনায় তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেখানেই প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তবে এদিন অনুব্রত মণ্ডল মঞ্চে পৌঁছানোর আগেই ভাঙ্গন দেখা গেল বিরোধী শিবিরে। এদিন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় ও ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমথ রায়ের হাত ধরে যোগদান করলেন কলেশ্বর বিজেপি অঞ্চল সভাপতি ও মহিষা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য। যোগদান প্রসঙ্গে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দাবি করেছেন আজ তাদের হাত ধরে প্রায় ৫০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।