আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- রাজ্যের মানুষের ওপর বিদ্যুতের বিলের চাপ ক্রমশ বাড়ছে। যেমন খুশি বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এই অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগে অভিযোগ করলেও এবার সিইএসসির অফিসের সামনে অভিযানের ডাক দিলেন।রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসে ছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির কিছু নেত্রী বর্গ। এই ধর্না মঞ্চে বিধানসভা উপনির্বাচনে দলের হারের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি তৃণমূল সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা।এই ধর্না মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন সিইএসসি জোনে গ্রাহকদের বেশি ইলেকট্রিক বিল আসছে।

ইউনিট প্রতি প্রতি বিদ্যুতের খরচ ও অনেক বেশি। তাই এই সব বিষয় নিয়ে এবার পথে নামবেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু বাবু জানিয়েছেন আগামী ২২ শে জুলাই বিজেপির তরফ থেকে সিইএসসির অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার রাজভবনের সামনে ধর্নামঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, ” আগামী ২২ তারিখ ৪০০ কোটি টাকা চাঁদা দেওয়া সিইএসসির অফিস ঘোরাও করতে নামছি। এই রাজ্য সরকারকে জবাব দিতে হবে বিদ্যুতের বিল এইভাবে কেন বাড়ানো হলো? শুভেন্দু বাবু আরো জানান ২২ তারিখ শান্তিপূর্ণ ধর্না এবং ঘেরাও কর্মসূচি সম্পূর্ণ হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিইএসসির সামনে ২২ শে জুলাই ধর্নার কর্মসূচিতে পুলিশ অনুমতি পাওয়া যাবে কিনা সেই বিষয় চিন্তার ভাঁজ বিজেপি শিবিরে।