আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- বুধবার ১লা শ্রাবণ প্রতিবছরের ন্যায় এ বছর ও পয়লা শ্রাবণে বাবাধাম এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বোম ফোর্টিন এক্সপ্রেস । বুধবার সকাল বেলা মালবাজার শহরের বাজার রোডে অবস্থিত ভবানী মন্দিরে পুজো দিয়ে এবং থানা মরে অবস্থিত মা দুর্গার মন্দিরে পুজো দিয়ে সুলতানগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বোম ফোর্টিন এক্সপ্রেস। পরবর্তীতে সুলতানগঞ্জ গঙ্গায় পুণ্য স্নান সেরে গঙ্গাজল নিয়ে দেওঘরে বাবার মন্দির এর উদ্দেশ্যে পালকি নিয়ে পায়ে হেঁটে রওনা দেবেন। দীর্ঘ ১০৮ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটেই পৌঁছে যাবেন দেবভূমি বৈদ্যনাথ ধামে। সেখানে গিয়েই বাবার মাথায় জল ঢালবেন সকলে।
বোম ফোর্টিন এক্সপ্রেস এর সদস্য মান্না বোম পিন্টু ,বোম বাপ্পা বোম সঞ্জয় বোম অমিত বোমেরা একই সুরে জানান তারা প্রতিবছর পহেলা শ্রাবণ মালবাজার শহর থেকে বাবা ধামের উদ্দেশ্যে যাত্রা করেন । এ বছরও তার ব্যতিক্রম কিছু নেই। আজ সন্ধ্যায় আমরা সুলতানগঞ্জে পৌঁছে বৃক্ষ রোপণ কোর গঙ্গাস্নান করে গঙ্গাজল নিয়ে ১০৮ কিলোমিটার পথ বাবার পালকি নিয়ে পায়ে হেঁটে পৌঁছানো। তিন দিন সময় লাগবে বাবাধাম পৌঁছতে বলেও জানান বোম ফর্টিন এক্সপ্রেস এর সদস্যদের। এবছর তাদের সদস্য সংখ্যা ১৪ থেকে বেড়ে ২৬ জন হয়েছে। ধীরে ধীরে তাদের সদস্য সংখ্যাও বাড়ছে ভবিষ্যতে আরও বাড়বে বলেও আশাবাদী।