আপডেট প্রতিদিন, হুগলি, বেবি চক্রবর্ত্তী:- বর্ধমান শহরে উনিশ নম্বর জাতীয় সড়কে নলা এলাকায় ,হোটেল থেকে এক দালালসহ মধুচক্রের জড়িত কিছু মহিলাকে গ্রেফতার করে বর্ধমান মহিলা থানার পুলিশ l তাদেরকে আজ বর্ধমান জেলা আদালতে তোলা হলো l মধুচক্রে ধৃত মহিলাদের কে বর্ধমান জেলা আদালতে তোলা হয় l ওই মধুচক্রে জড়িত ধৃত মহিলাদের মধ্যে একটি মহিলা নাবালিকা থাকায় তাকে চাইল্ড হোমে রাখা হয় l এবং বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডের নলায় এলাকায় একটি দালালের এই ব্যবসা করে থাকায় তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় l আদালত কি ব্যবস্থা নিয়েছে বা রিমান্ডে রেখেছে কিনা ,সেই নিয়ে কিছু এখনো প্রযন্ত জানতে পারা যায়নিl পুলিশ আরো খোঁজে লাগিয়ে তদন্ত করার চেষ্টা চালাচ্ছে যাতে আর কোন কোন জায়গায় তাদের এই ব্যবসা চালিয়ে যায় দীর্ঘদিন।

মধুচক্র