আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী :-
গতকাল কলকাতার মানিকতলা বিজেপি প্রার্থী কল্যান চৌবের বিরুদ্ধে নানারকম অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। বুধবার সকাল থেকে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে অন্যতম কেন্দ্র হল কলকাতার মানিকতলা বিধানসভা এই বিধানসভাটি প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের বিধানসভা। এখানে তৃণমূল প্রার্থী হয়েছেন সুপ্তি পান্ডে, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।
আজ ভোটের দিন সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও মানিকতলা কেন্দ্রে দেখা গেল সৌজন্যতার নজির বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা যখন ভোট দিতে যান তখন তাকে ভোট দিতে সহযোগিতা করলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য রাউত। এরপর ভোট দিয়ে বেরিয়ে এসে কল্যান চৌবের মা জানান কোন অশান্তি না করে শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং সমস্ত জায়গায় এরকম নজিরতায় দেখতে চান এমনকি তার ছেলে কল্যাণ সকলের আশীর্বাদ নিয়ে বিধায়ক হয়ে বিধানসভায় যাবেন এমনই আশা তার।