আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী,উত্তর ২৪ পরগনা :- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি শহরে রাত দখল কর্মসূচির ডাক দিয়েছিল নাগরিক সমাজ।সেই কর্মসূচির অঙ্গ হিসেবে নাগরিক সমাজের আহ্বানে সাধারণ মানুষ যখন মিছিল করছিলেন তখন দুষ্কৃতীরা সেই মিছিলে ঢুকে পড়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। এর ফলে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ জখম হন। শুক্রবার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নৈহাটিতে মিছিল করল বিজেপি।
ওই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।যখন দুষ্কৃতীরা এসে প্রতিবাদীদের মারধর করছিল তখন ঘটনাস্থলে কোনও পুলিশ কর্মীকে দেখা যায়নি। গন্ডগোল মিটে যাওয়ার পরে দু-তিন জন পুলিশ কর্মী আসে। তখন তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা।শুক্রবার এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “যেভাবে ১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর হামলা চালানো হয়েছিল, ঠিক সেই রকম ভাবেই ৮ সেপ্টেম্বর নৈহাটিতে সাধারণ মানুষের ওপর আক্রমণ হয়েছে। এই হামলার পেছনে ছিল নৈহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান ও চার-পাঁচজন তৃণমূল কাউন্সিলার। তাই আজ ওই ঘটনার প্রতিবাদে যে মিছিল হল তাতে শুধু বিজেপি নেতা-কর্মী ও সমর্থকরাই নয় প্রচুর সাধারণ মানুষও অংশ নিয়েছিলেন।”