আপডেট প্রতিদিন, ধূপগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- রাজ্যের বাইরে আলু নিয়ে যাওয়ার উপরে বিধি নিষেধ আরোপ করেছে সরকার। তাই আলুর উপরে নজরদারি প্রশাসনের। পাশের জেলাতেও আলু নিয়ে যেতে পুলিশি বাধার মুখে কৃষকরা। প্রতিবাদে ধূপগুড়ি থেকে কোচবিহার গামী ৩১নং জাতীয় সড়ক অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ ধূপগুড়ি স্টেশন শালবাড়ি এলাকায়।ঘটনাস্থলে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী কৃষকদের অভিযোগ হিমঘর থেকে বের করা ভেজা আলু নিয়ে যাবার সময় স্টেশন শালবাড়ি নাকা চেকিং পয়েন্টে আলুর গাড়ি আটকে দেয় পুলিশ। গতরাত রাত থেকে একাধিক আলুর গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ কৃষকদের।
যে গাড়িগুলি আলু নিয়ে পাশের জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে যাচ্ছিল বলে কৃষকদের দাবি।ভেজা আলু দীর্ঘক্ষণ গাড়িতে থাকলে পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা। সেই আশঙ্কাতেই আলুর গাড়ি ছাড়ার দাবিতে এবং পার্শ্ববর্তী জেলাতে আলুর গাড়ি যাওয়ার অনুমতির দাবিতেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। চলছে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। তাদের দাবি ঘটনা স্থলে বিডিও অথবা কৃষি আধিকারিক এসে যতক্ষণ না প্রতিশ্রুতি দিচ্ছেন আন্তরজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলবে। এদিকে পথ অবরোধের জেরে দীর্ঘ গাড়ির লাইন পড়ে গিয়েছে জাতীয় সড়কের দু’পাশে। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য পৌঁছেছেন।