বেবি চক্রবর্ত্তী :কলকাতা :- বিধানসভা সূত্রের খবর, হুগলি জেলার ধনেখালি এবং উত্তর ২৪ পরগণার আগরপাড়ায় তৈরি হবে এই দুটি বিশ্ববিদ্যালয়।হুগলিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি। আগরপাড়ায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির নাম রাখা হয়েছে দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি।রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। অন্যদিকে উত্তর ২৪ পরগণার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।এদিন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এই বিলের ওপর আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক, আনন্দময় বর্মণ, অম্বিকা রায়, শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি, রফিকুল ইসলাম মণ্ডল, মঞ্জু বসু, মহম্মদ আলি, নির্মল ঘোষ, আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। বিলের উপর জবাবী ভাষন দেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভাল, তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা হলে ভাল হত। অন্যদিকে শিক্ষায় বেসরকারি করণের অভিযোগে সরব হন আইএসএফ বিধায়ক নওসাদ। বিধানসভায় তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে রাজ্য। এ ব্যাপারে মমতার সরকার মোদীর বেসরকারিকরণ নীতিকে অনুসরণ করছে।জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ১৯১৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করেন। মুখ্যমন্ত্রী সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যবিত্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেওই এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন।