আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- আরজি কর কাণ্ডে প্রতিবাদে পথে বিজেপি। ‘লালুপ্রসাদ যদি গ্রেফতার হতে পারে, তাহলে মমতা কেন গ্রেফতার হবে না’? হাজরার জনসভা থেকে প্রশ্ন তুললেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। বললেন, ‘এই রাজ্যে অপরাধীদের মূল চালিকা শক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। আরজি কর কাণ্ডে এই দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছে রাজ্য বিজেপি। হাইকোর্টের অনুমতি এবার হাজরায় সভা করল গেরুয়াশিবির। জনসভায় বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবিকে সামনে রেখে আরজি করের ঘটনার পর থেকে আমরা যখন রাস্তায় নেমেছি, অনেকে এই প্রশ্ন করেছিলেন, আরজি করের অপরাধী শাস্তির দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কতটা সঙ্গতিপূর্ণ? আজকে রাজ্য়ের অধিকাংশ মানুষের কাছে এটা উপলদ্ধি করেছে। এই রাজ্যে অপরাধীদের মূল চালিকা শক্তি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর পদত্যাগ না হলে অপরাধীরা শাস্তি পাবে না’।

লালুপ্রসাদ মমতা