আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, হুগলি:- বাঙালি সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পুজা l সেই দুর্গা পূজার প্রাক্কালেই যাতে কোনরকম বিঘ্নিত না ঘটে l ঠিক এই সময়ে চোরেদের উৎপাত প্রচন্ড পরিমাণে বেড়ে যায় l একাধিক বাইক চুরি হয় l এদিকের কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষদের জীবন নিরাপদে রাখার জন্য l মূলত প্রতিমুহূর্তে হুগলি জেলার আরামবাগের পুলিশের ভূমিকা সর্বাঙ্গীনভাবে দেখতে পাওয়া যায় l এরকম একটি চিত্র দেখতে পাওয়া গেল আরামবাগের মনসাতলা এলাকায় l প্রতিমুহূর্তে সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করেই সাধারণ মানুষ যাতে গাড়ির সমস্ত নথিপত্র নিয়ে বেরোই এবং তার সাথে অবশ্যই যেটা জরুরী গাড়ির হেলমেট , হেলমেট পরিধান করে যাতে তারা বের হয় তার জন্য জন্য একাধিক সচেতনতামূলক কর্মসূচি করে যাচ্ছে আরামবাগ থানার পুলিশ সাধারণ মানুষদেরকে সতর্ক করার জন্য l যেভাবে এখন এক্সিডেন্ট বেরিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে হেলমেট নিয়ে বেরনা ও নিজের জীবনকে সুরক্ষা যাতে রাখে তার জন্য আজকে হুগলি জেলার আরামবাগের মনসা তলা এলাকায় চললো রাত্রি কালীন জবরদস্ত নাকা চেকিং l
প্রত্যেকটি বাইক আরোহীদের কে আটকে রেখে তাদের সমস্ত নথিপত্র ঠিকঠাক আছে কিনা হেলমেট ঠিকঠাক পরিধান করেছে কিনা l সমস্ত কিছুই দেখে নিচ্ছিল l এবং যারা নথিপত্র নিয়ে বার হয়নি রাস্তাঘাটে , তাদেরকে ফাইন পর্যন্ত দিতে হয়েছে। কিন্তু এই ব্যাপারে সাংবাদিক বাইক আরোহীদের কে প্রশ্ন করাই তারা জানান পুলিশের এই কাজকে উনারা সাধুবাদ জানাচ্ছে l তারা আরো জানান এতে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য ,নিজেদের জীবনকে বাচানোর জন্য করছে যাতে আমরা সেফটি থাকি l তাই আমাদেরকে ফাইন দিতে হলেও এ কাজকে আমরা খুবই সাধুবাদ জানাচ্ছি l এবং তার সাথে সাথে আরো বিভিন্ন বাইক আরোহীদের আটক করে যখন পুলিশ তাদেরকে ফাইন দেয় পুলিশের সাথে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তর্ক বিতর্ক চলে কেউ কেউ ফাইন দিতে রাজিও হয়নি নি বলে সূত্রের খবর।